‘ড্রোন হামলার ঝুঁকি’ ছেলের বিয়ে পেছানোর উদ্যোগ নেতানিয়াহুর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
ড্রোন হামলার ঝুঁকি থাকার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ছোট ছেলে আভনারের বিয়ে পেছানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন জেরুজালেম পোস্ট। বুধবার ইসরায়েলি গণমাধ্যম কান দাবি করেছে, এক বৈঠকে নেতানিয়াহু জানান, অংশগ্রহণকারীদের প্রাণের ঝুঁকির থাকার কারণে বিয়ের দিনটি পেছাতে হবে।
প্রতিবেদন বলা হয়, , আগামী ২৬ নভেম্বর তেল আবিবের কাছে রোনিত ফার্মে আভনার নেতানিয়াহুর (৩০) বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলার কারণে অনুষ্ঠানের আয়োজন নিয়ে ভিন্ন ভাবে ভাবতে হচ্ছে।
গত সপ্তাহে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হয়। ড্রোনটি লেবানন থেকে ধেয়ে এসেছিল। এতে কেউ হতাহত না হলেও ড্রোন হামলার বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়। পরবর্তীতে এই হামলার দায় নেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
এই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোন সদস্য বাসায় ছিলেন না।
কানে প্রকাশিত অপর এক প্রতিবেদন মতে, সোমবার নেতানিয়াহু বলেন, ‘ক্ষেপণাস্ত্র হামলা চিহ্নিত ও প্রতিহত করার জন্য আমাদের ভালো প্রযুক্তি রয়েছে।’
এই হামলার জবাবে সে সময় নেতানিয়াহু বলেন, ‘যে ইরান সমর্থিত সংগঠন আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, তারা একটি গুরুতর ভুল করেছে। এতে আমার বা ইসরায়েল রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের অবসান হবে না। এই লড়াইয়ের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মগুলোকে নিরাপদ রাখব।’
তিনি আরও বলেন, ‘আমি ইরান ও তার প্রতিরোধবলয়কে সতর্ক করছি—যারা ইসরায়েলি নাগরিকদের ক্ষতি করবেন, তাদেরকে চরম মূল্য দিতে হবে। আমরা আপনাদের জঙ্গিদের ধ্বংস অব্যাহত রাখব, গাজা থেকে জিম্মিদের মুক্ত করব এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা ফিরিয়ে আনবো’।