ঢাকামুখী বিপুল সংখ্যক যানবাহন, ফেরত পাঠাচ্ছে পুলিশ

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকার শাহবাগের দিকে রওনা হওয়া বাস, মাইক্রোবাস নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে আটক করেছে পুলিশ। তাদের বুঝিয়ে ফেরত দেওয়া হয়েছে। আজ সোমবার এক লাখ টাকা করে ঋণ দেওয়ার ‘লোভ’ দেখিয়ে এসব যানবাহনে হাজার হাজার মানুষকে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

সাইনবোর্ডে রজনীগন্ধা পরিবহনের চালক আফসার আলি জানান, সকাল ১১টার দিকে পুলিশ বাসটি আটক করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। বিশেষ করে নারী যাত্রীরা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে ছেড়ে দেয়। চিটাগং রোড মোড়ে রজনীগন্ধা পরিবহনের আরও আরেকটি বাসের চালক নাম প্রকাশের শর্তে জানান, গত রাতে আওয়ামী লীগের কয়েকজন কর্মী এসে এই পরিবহনের ২০টি বাস ভাড়া করে। তবে আওয়ামী লীগের কে ভাড়া করেছিল তা বলেননি চালকরা ৷

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ও কাঁচপুর চৌরাস্তায় ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ। সোমবার সকাল থেকে মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচপুর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সন্দেহভাজন এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। অপরদিকে কাঁচপুর এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে সন্দেহজনক কাউকে আটক করতে পারেনি পুলিশ। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, মহাসড়কের দুটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, সকাল থেকে কাঁচপুর মোড়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। তবে সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ঋণ দেওয়ার লোভ দেখিয়ে প্রচুর মানুষকে ঢাকায় নেওয়ার চেষ্টা হয়েছিল। আমরা বুঝিয়ে এসব মানুষ ও তাদের বহনকারী যানবাহন ফিরিয়ে দিয়েছি।

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ এর আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে এ কর্মসূচি পালনের চেষ্টা হয় বলে জানা গেছে।