ঢাকায় নেওয়া হলো বরকত উল্লাহ বুলুকে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

নিজেস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শামীমা বরকত।
এর আগে রোববার (৬ এপ্রিল) রাতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বরকত উল্লাহ বুলু। পথে কুমিল্লার লাকসাম উপজেলা অতিক্রম করার সময় তিনি হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন।
পরিস্থিতির অবনতি হলে রাত ৯টার দিকে কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুমিল্লা নগরীর মুন হসপিটালের অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করান।
হাসপাতালে রাতের চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার সকাল ৭টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হয়।
শামীমা বরকত জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তাকে ঢাকায় আনা হয়েছে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলবে বলে তিনি উল্লেখ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বরকত উল্লাহ বুলুর অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তার শারীরিক উন্নতির খবরে কিছুটা স্বস্তি ফিরেছে।