সেলিনা আক্তার:
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। গতকাল বুধবার এসে পৌঁছান তিনি। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে মার্টিন রাইজারের বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক নানা বিষয় নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
গতকাল বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে চলতি ২০২৪-২৫ অর্থবছরে দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার নতুন ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার কোটি টাকা।
অন্তর্র্বতী সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা, বায়ুর গুণগত মান এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে এ সহায়তা দেওয়া হবে। এর বাইরে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে চলমান বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত তহবিল থেকে নিয়ে সরকারের অগ্রাধিকার অনুযায়ী অন্য কর্মসূচিতে এক বিলিয়ন ডলার ছাড় করতে পারে বিশ্বব্যাংক।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সহায়তাকারী শীর্ষ উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার বেশির ভাগই অনুদান বা রেয়াতি ঋণ। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সহায়তায় বড় কর্মসূচি চলমান।