ঢাকার দুই সিটি নির্বাচন: কাউন্সিলর পদে বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ আ.লীগের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় নামা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সমর্থনের বাইরে যেসব দলীয় কাউন্সিলর প্রার্থী এখনও নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করেননি, দলের শৃঙ্খলা রক্ষায় অনতিবিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, তারা বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফীও একই কথা বলেন। তিনি জানান, তারাও প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছেন। যারা নির্দেশ মানবেন না তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে এবার দলীয় সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে দলীয় সমর্থন না পেয়ে অনেক ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এদের বিদ্রোহী প্রার্থী বলা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।