ঢাকার পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন ৫৬ কোটি, সূচক বাড়লো ১৬ পয়েন্ট

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৯৩ দশমিক ৯৩ পয়েন্টে ও ১ হাজার ১৬৯ দশমিক ৭৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৫ দশমিক ৯৩ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮১টির কোম্পানির শেয়ারের, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার।