ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ঢাকা পর্ব শেষে শুরু হয়েছে সিলেট পর্ব। ঢাকার ব্যর্থতা ভুলে সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে দলগুলো। এ পর্বেই ঢাকার শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়।
সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেটের টিম হোটেলে দলের সঙ্গে যোগ দেন জেসন রয়। ঢাকার এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামুনুর ইমন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
টি-টোয়েন্টি ফরম্যাটে পরিচিত নাম জেসন রয়। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত এই ইংলিশ ওপেনার ঢাকার ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতে পারেন। বর্তমানে ওপেনিংয়ে কিছুটা দুর্বলতায় ভুগছে ঢাকা ক্যাপিটালস, কারণ পাকিস্তানের সাইম আইয়ুব এবার আসছেন না। রয়ের অন্তর্ভুক্তি সেই শূন্যতা পূরণে স্বস্তি এনে দিতে পারে।
এছাড়া, ড্রাফটে অবিক্রীত থাকা দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে টেনেছে ঢাকা। তার সংযোজনেও দলের ভারসাম্য বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ (৭ জানুয়ারি) সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ৩৪ বছর বয়সী জেসন রয়ের আজকের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে।
চলতি বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি সিলেট পর্বে জয়ের ধারা শুরু করতে মরিয়া। রংপুরের বিপক্ষে চতুর্থ ম্যাচটি তাই তাদের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।