
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার আজকের দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবার (৪ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য (দুপুর পর্যন্ত) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এসব এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কিন্তু আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর দিনের তাপমাত্রাও কমতে পারে।
একইসঙ্গে এই সময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া, আজ সকাল ৬টায় এসব এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এসব এলাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অন্যদিকে, সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও তাপমাত্রা কমার আভাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত সারাদেশের রাত-দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।