ডেস্ক রিপোর্ট:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। শনিবার (২২ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দলিলগুলো বিনিময় করা হয়। সাধারণত এ ধরনের অনুষ্ঠানের আগেই চুক্তিগুলো সই হয় এবং অনুষ্ঠানে সেটি বিনিময় হয়।
দুপক্ষের মধ্যে চুক্তিগুলো হচ্ছে, ‘বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ’ এবং ‘বাংলাদেশ-ভারত গ্রিন পার্টনারশিপ।’
আর সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, ‘মেরিটাইম কোঅপারেশন’, ‘মহাকাশ সহযোগিতা’, ‘রেলওয়ে কানেক্টিভিটি’, ‘ওশেনোগ্রাফি সহযোগিতা’ এবং ‘মিলিটারি শিক্ষা সহযোগিতা’।
এছাড়াও তিনটি সমঝোতা স্মারক পুনর্নবায়ন করা হয়েছে। সেগুলো হচ্ছে, ‘স্বাস্থ্য ও ওষুধ সহযোগিতা’, ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ এবং ‘মৎস্য খাতে সহযোগিতা’।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুদিনের সফরে শুক্রবার দিল্লি যান।