ঢাকা-চট্টগ্রাম সড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ি ধীর গতিতে চলাচল করলেও সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের কুমিরাস্থ আইআইইউসি ক্যাম্পাসের সামনের সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার দাবিতে তাদের এ আন্দোলন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আইআইইউসি ক্যাম্পাসের ভেতরে জড়ো হন শিক্ষার্থীরা। মহাসড়কের অপর পাশে অবস্থান নেয় উত্তর জেলা যুবলীগের নেতাকর্মীরা। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোখন চন্দ্র ঘোষ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে অবস্থান নিয়েছে আইআইইউসি শিক্ষার্থীরা। এতে ২০ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রী সাধারণ।
সীতাকুণ্ড রেলওয়ের স্টেশন মাস্টার নিজামুদ্দিন বলেন, রেলপথ অবরোধের ফলে সকাল ১১টা থেকে সারাদেশের সঙ্গে চট্টগ্রামে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।