ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে আ.লীগের প্রার্থী হলেন যারা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের দলীয় মেয়র প্রার্থী ঘোষণার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এসব নাম দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
ঢাকা দক্ষিণে কাউন্সিলর প্রার্থীরা হলেন—ওয়ার্ড নম্বর-১ এ খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, ওয়ার্ড নম্বর-২ এ বর্তমান কাউন্সিলর মো. আনিসুর রহমান, ওয়ার্ড নম্বর-৩ এ বর্তমান কাউন্সিলর মো. মাকছুদ হোসেন, ওয়ার্ড নম্বর-৪ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড নম্বর-৫ এ বর্তমান কাউন্সিলর মো. আশ্রাফুজ্জামান, ওয়ার্ড নম্বর-৬ এ বর্তমান কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ওয়ার্ড নম্বর-৭ এ বর্তমান কাউন্সিলর আবদুল বাসিত খান, ওয়ার্ড নম্বর-৮ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক মো. ইসমাইল জবিউল্লাহ, ওয়ার্ড নম্বর ৯-এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মোজাম্মেল হক, ওয়ার্ড নম্বর-১০ এ বর্তমান কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, ওয়ার্ড নম্বর-১১ এ বর্তমান কাউন্সিলর মো. হামিদুল হক শামীম, ওয়ার্ড নম্বর-১২ এ ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ম. ম. মামুন রশিদ শুভ্র, ওয়ার্ড নম্বর-১৩-এ পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি মো. এনামুল হক, ওয়ার্ড নম্বর-১৪ এ হাজারীবাগ থানা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াছুর রহমান, ওয়ার্ড নম্বর-১৫ এ ধানমন্ডি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড নম্বর-১৬ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ওয়ার্ড নম্বর-১৭ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, ওয়ার্ড নম্বর-১৮ এ নিউমার্কেট থানা আওয়ামী লীগ সহ-সভাপতি আ. স. ম. ফেরদৌস আলম, ওয়ার্ড নম্বর-১৯ এ ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সহ-সভাপতি মোহা. আবুল বাশার, ওয়ার্ড নম্বর-২০ এ বর্তমান কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, ওয়ার্ড নম্বর-২১ এ মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সাবেক সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, ওয়ার্ড নম্বর-২২ এ হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ওয়ার্ড নম্বর-২৩ এ লালবাগ থানা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. মকবুল হোসেন, ওয়ার্ড নম্বর-২৪ এ বর্তমান কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড নম্বর-২৫ এ ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ সহ-সভাপতি মো. আনোয়ার ইকবাল, ওয়ার্ড নম্বর-২৬ এ বর্তমান কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ওয়ার্ড নম্বর-২৭ এ বর্তমান কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ, ওয়ার্ড নম্বর-২৮ এ ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. সালেহিন, ওয়ার্ড নম্বর-২৯ এ বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল, ওয়ার্ড নম্বর-৩০ এ বর্তমান কাউন্সিলর মো. হাসান, ওয়ার্ড নম্বর-৩১ এ মহানগর (দক্ষিণ) যুবলীগ সাবেক সদস্য শেখ মোহাম্মদ আলমগীর, ওয়ার্ড নম্বর-৩২ এ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দফতর সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, ওয়ার্ড নম্বর-৩৩ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ইলিয়াস রশীদ, ওয়ার্ড নম্বর-৩৪ এ বর্তমান কাউন্সিলর মীর সমীর, ওয়ার্ড নম্বর-৩৫ এ বর্তমান কাউন্সিলর মো. আবু সাঈদ, ওয়ার্ড নম্বর-৩৬ এ বর্তমান কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, ওয়ার্ড নম্বর-৩৭ এ বর্তমান কাউন্সিলর মো. আবদুর রহমান মিয়াজী, ওয়ার্ড নম্বর-৩৮ এ সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ ইমতিয়াজ মন্নাফী, ওয়ার্ড নম্বর-৩৯ এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রোকন উদ্দিন আহমেদ, ওয়ার্ড নম্বর-৪০ এ গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড নম্বর-৪১ এ বর্তমান কাউন্সিলর সারোয়ার হাসান (আলো), ওয়ার্ড নম্বর-৪২ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সেলিম, ওয়ার্ড নম্বর-৪৩ এ বর্তমান কাউন্সিলর মো. আরিফ হোসেন, ওয়ার্ড নম্বর- ৪৪ এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন, ওয়ার্ড নম্বর-৪৫ এ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হেলেন আক্তার, ওয়ার্ড নম্বর-৪৬ এ বর্তমান কাউন্সিলর মো. শহিদ উল্লাহ, ওয়ার্ড নম্বর-৪৭ এ বর্তমান কাউন্সিলর নাসির আহম্মেদ ভূঁইয়া, ওয়ার্ড নম্বর-৪৮ এ বর্তমান কাউন্সিলর মো. আবুল কালাম, ওয়ার্ড নম্বর-৪৯ এ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড নং-৫০ এ ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুম মোল্লা, ওয়ার্ড নম্বর-৫১ এ বর্তমান কাউন্সিলর কাজী হাবিবুর রহমান (হাবু), ওয়ার্ড নম্বর-৫২ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, ওয়ার্ড নম্বর-৫৩ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন, ওয়ার্ড নম্বর-৫৪ এ বর্তমান কাউন্সিলর মো. মাসুদ, ওয়ার্ড নম্বর-৫৫ এ বর্তমান কাউন্সিলর মো. নুরে আলম, ওয়ার্ড নম্বর-৫৬ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নম্বর-৫৭ এ বর্তমান কাউন্সিলর মো. সাইদুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৫৮ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুর রহমান, ওয়ার্ড নম্বর-৫৯ এ বর্তমান কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড নম্বর-৬০ দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান রতন, ওয়ার্ড নম্বর-৬১ এ দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ (প্রস্তাবিত) যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ওয়ার্ড নম্বর-৬২ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মোস্তাক আহমেদ, ওয়ার্ড নম্বর-৬৩ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম খান, ওয়ার্ড নম্বর-৬৪ এ মাতুয়াইল ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মাসুদুর রহমান মোল্লা, ওয়ার্ড নম্বর-৬৫ এ বর্তমান কাউন্সিলর মো. সামসুদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড নম্বর-৬৬ এ ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. হানিফ তালুকদার, ওয়ার্ড নম্বর-৬৭ এ সারুলিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ফিরোজ আলম, ওয়ার্ড নম্বর-৬৮ এ বর্তমান কাউন্সিলর মাহমুদুল হাসান, ওয়ার্ড নম্বর-৬৯ এ বর্তমান কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাসু, ওয়ার্ড নম্বর-৭০ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ড নম্বর-৭১ এ বর্তমান কাউন্সিলর মো. খাইরুজ্জামান, ওয়ার্ড নম্বর-৭২ এ বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম শামীম, ওয়ার্ড নম্বর-৭৩ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৭৪ এ দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজর আলী এবং ওয়ার্ড নম্বর-৭৫ এ বর্তমান কাউন্সিলর সৈয়দ মো. তোফাজ্জল হোসেন।
এদিকে সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের নাম রাতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া সংস্থাটিতে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।