
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় শিশুসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত অন্তত আরও চারজন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৫), উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২) ও রায়গঞ্জের মায়জ উদ্দিনের ছেলে মোতালেব (৩০)।
পুলিশ জানায়, যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোভ্যানটি ভুইয়াগাঁতী থেকে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভ্যানটি সাবস্টেশন মোড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।