ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পাশে দাঁড়াল ছাত্রদল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বন্যা আক্তার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তা করতে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছিলেন।ভর্তিচ্ছুদের জন্য ঢাবি ছাত্রদলের সেবাগুলো হলো-
১. পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা।
২. ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ (কলম, ফাইল ইত্যাদি) বিতরণ।
৩. সুপেয় পানির ব্যবস্থা।
৪. অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা।
৫. জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা।
৬. প্রাথমিক চিকিৎসা সেবা।
৭. সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সহায়তাসমূহ।সরজমিনে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছাত্রদলের বুথগুলো লক্ষ্য করা যায়। প্রতিটি বুথে হল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ১৪টি ইনফরমেশন বুথের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সেবা প্রদান করেন। এসময় তারা শিক্ষার্থীদের তথ্য প্রদান, সুপেয় পানির ব্যবস্থা করা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ প্রদান করেন। তাছাড়া, কেউ ভুলক্রমে অন্য কেন্দ্রে চলে গেলে তাকে নিরাপদে দ্রুত তার কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের বুথ থেকে সেবা নেওয়া একজন অভিভাবক বলেন, আওয়ামী লীগের আমলে ছাত্রদল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সুযোগ পেতো না৷ এ বছর সুযোগ পেয়েই তারা শিক্ষার্থীদের সেবায় নিজেদের নিয়োজিত করেছে। আশা করি ছাত্রদলের নেতাকর্মীরা তাদের কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মনে জায়গা করে নেবে।
সার্বিক বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে তাদের উন্নত শিক্ষাজীবনের অগ্রযাত্রায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।