
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার সকালে চাপ থাকলেও দুপুরের দিকে স্বাভাবিক হতে থাকে। এদিন সকালে যমুনা সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-উত্তরাঞ্চলগামী যানবাহনের হঠাৎ চাপ বাড়ে। দুপুর ১২টার পর থেকে স্বাভাবিক হতে শুরু করে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, সেতুর পূর্ব দিকে ও মাঝখানে ছোটখাটো দুর্ঘটনার কারণে পশ্চিম পাড়ে সকালে যানবাহনের চাপ ছিল। দুপুর দেড়টার দিকে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।
বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ বলেন, সিরাজগঞ্জের মহাসড়কে বিগত দিনের মতো আজকেও যানজট বা ধীরগতি নেই।
যমুনা সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বিবিএর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, সেতুর দু’পাড়ে যানজট নেই।