ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

সেলিনা আক্তার:

 

কারিগরি ত্রুটি সারিয়ে স্বাভাবিক সময়ের দেড় ঘণ্টা পর আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। প্রথম আধা ঘণ্টার লেনদেন শেষে দুপুর ১২টায় কিছুটা নিম্নমুখী ধারা দেখা গেছে।

তবে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু ছিল

এ সময় ১১৪ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির বিপরীতে হারিয়ে কেনাবেচা হচ্ছিল ১২২টি এবং দর অপরিবর্তিত অবস্থায় ছিল ৬৯টি।

বাজার মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট হারিয়ে অবস্থান করছিল ৫১৯৫ পয়েন্টে। এ সময় পর্যন্ত ৫৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

আজ লেনদেন শুরু হতে দেড় ঘন্টা বিলম্ব হওয়ার কারণে লেনদেন শেষ হওয়ার সময় ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে বাকি পাঁচদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। মোট সাড়ে চার ঘণ্টার লেনদেন শেষ হয় দুপুর আড়াইটায়।

কারিগরি ত্রুটিতে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ হওয়ার বহু নজির আছে। তবে ঢাকার শেয়ারবাজারে এমন ঘটনা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এবং নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ২০২৩ সালের ৫ জুলাই কারিগরি সমস্যার কারণে লেনদেনে বিভ্রাট দেখা দেয়, যা পরপর দুই দিন ধরে অব্যাহত ছিল।

এর ২০২২ সালে কারিগরি ত্রুটিতে লেনদেন বন্ধ থাকার ঘটনায় ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল বিএসইসি।

ডিএসই সূত্র জানিয়েছে, এর পর গত বছরের অক্টোবরে নতুন ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে। নতুন ডাটা সেন্টার স্থাপনের পর এটা প্রথম সমস্যা।