ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:
আগামীকাল সোমবার (১৭ জুলাই) জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। এ নির্বাচন ঘিরে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যেই স্পর্শকাতর বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহলে রয়েছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা। আজ রোববার সকালে মিরপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উপনির্বাচন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ: মহিদ উদ্দিন।


ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ডিউটিতে মোতায়েন করা পুলিশ ও আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এবং সরকারি ও ব্যক্তিগত সম্পদের প্রতি আইনশঙ্খলা বাহিনীর সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।


অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ: মহিদ উদ্দিন বলেন, উপনির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৭ আসন এলাকায় যাতে কোনভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাইকে সজাগ থাকতে হবে।

উক্ত ব্রিফিংয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। এরপর এ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল সোমবার (১৭ জুলাই) এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।