ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

সানজিদা মাহবুবা:

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তানভীর বারী হামিম এই আয়োজন করেছেন।

কমল মেডি এইড, ডিইউ ১ম আল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ শীর্ষক ব্যানারে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ সময় ৮ম রোজা, ৯ মার্চ, রবিবার।

প্রতিযোগিতাটি আগামী ১৪ রোজা ১৫ মার্চ শনিবারে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য ক্বারী ও হাফেজগণ।

প্রতিযোগিতার ব্যাপারে কমল মেডি এইড, ঢাবি’র প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম জানান, ঢাবি শিক্ষার্থীদের মাঝে কুরআনের প্রতি আকর্ষন বৃদ্ধি করতেই পবিত্র রমজান মাসে আল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি কুরআনের আলোকে জীবন গড়তে সহযোগিতা করবে।

তিনি আরও জানান, কমল মেডি এইড শিক্ষার্থীদের শুধু টেলিমেডিসিন সেবা কিংবা স্বাস্থ্য সেবা ক্যাম্পেই সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের মানসিক ও দৈহিক উন্নতি লাভেও ভূমিকা রাখবে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের অংশগ্রহণে আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে প্রতিষ্ঠানটি। এছাড়াও কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবন গার্লস কমনরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন করে সাড়া ফেলেছে সংগঠনটি।