তবুও জেগে উঠি

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

বিনোদন ডেস্ক:

ছয় বছরের পথচলায় বরাবরই নিরীক্ষাধর্মী কাজ করছে স্পর্ধা। এ দলের অন্যতম সদস্য মহসিনা আক্তার। সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘বিস্ময়কর সবকিছু’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন মহসিনা। আগেও অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে নির্দেশনা দেন শহীদুল জহিরের ‘ইন্দুর-বিলাই খেল’। দীর্ঘ এক দশক পর আবারও মঞ্চনাটক নির্দেশনা দিলেন এ অভিনেত্রী। এ সময়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে তিনি মঞ্চে আনছেন ‘তবুও জেগে উঠি’।

আজ ধানমন্ডি ৩২ নম্বরের মীর তাজ স্কয়ারে নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রথমটি রাত ৮টায় আর রাত ১০টায় দ্বিতীয় প্রদর্শনী। জানা গেছে প্রায় এক মাস আগে নাটকটির পরিকল্পনা করে ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’। নাটকটির বিষয়বস্তু প্রসঙ্গে নির্দেশক জানান, ‘সংকটের সময় নারীকে ব্যবহার করা এবং সংকট পেরিয়ে গেলে নারীর রিপ্রেজেন্টেশন মুছে ফেলা হয়। এক বিপ্লবোত্তর আশার বাংলাদেশে আবারও তার অভিজ্ঞতা আমাদের হচ্ছে। যে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়েছিলাম, সেই হাত এখন নির্দেশ করে নারী কী করবে; সমাজে নারীর অবস্থান ঠিক করে দেওয়া হচ্ছে। আমরা মনে করি, ইতিহাস, সভ্যতা কখনোই আমাদের পক্ষে ছিল না। লড়াই আমাদের রক্তে, স্বাধীনতা আমাদের আত্মায়। তাই আমরা কালো হাতের থাবার ভয় না করে আবার জেগে উঠি।’
‘তবুও জেগে উঠি’ নাটকে অভিনয় করেছেন শারমিন আক্তার শর্মী, সিফাত নওরীন বহ্নি, ফারিহা জান্নাত মিম, মরিয়ম রূপা, নাইমা তাসনিম, রিয়াসাত সালেকিন ঋত্বিক, সাইফুল ইসলাম, রবি প্রারম্ভ, সালাউদ্দিন ইভান, মেহেদী হাসান সোহান। নির্দেশনা সহযোগী হিসেবে আছেন শাহানাজ পারভীন জোনাকি। শব্দ পরিকল্পনা করেছেন অনিরুদ্ধ অনু ও মৈনাক কানুনগো। সংগীতে আছেন আশফাকুর রহমান চমক, ব্যাকস্টেজে তানভীর আহমেদ, ইরফান উদ্দিন।