তাঁতীবাজারে বাসে আগুন দেওয়ায় বিএনপি নেতা হামিদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
হরতালের নামে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে বিহঙ্গ পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হামিদুর রহমান হামিদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) গাড়িচালক মো. রাকিব বাদী হয়ে বংশাল থানায় এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- সূত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার দেব, সাবেক ছাত্রদল নেতা মো. রাজিব ওরফে রাজু খান, সজল, যুবদল নেতা বিল্লাল খান ও আক্তার।


প্রসঙ্গত, গতকাল রোববার বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সকাল ১০টায় পুরান ঢাকার বংশাল থানার পাশে ও চিত্রা সিনেমা হলের সামনে বাসে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা রাজুকে আটক করে পুলিশ। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।