তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন সিমন্স

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

সাদা বলের ক্রিকেটে গেল কয়েকবছর ধরে নিজেকে প্রমাণ করে চলেছেন তানজিম হাসান সাকিব। খেলেছেন আইসিসির কয়েকটি ইভেন্টেও। জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করা এই পেসার প্রথমবারের মতো চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন। প্রথম টেস্টে দলে থাকার পর রয়েছেন দ্বিতীয় টেস্টের একাদশেও।

তবে একাদশে খেলার সুযোগ হয়নি প্রথম টেস্টে। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে কি থাকবেন সাকিব। পেসার নাহিদ রানা পিএসএলের জন্য যাওয়ার পর দলের পেস আক্রমণই বা কেমন হবে এটা বড় প্রশ্ন। এতসবের মাঝে স্কোয়াডে তানজিম সাকিবকে নিয়ে বেশ আশাবাদী প্রধান কোচ ফিল সিমন্স।

চট্টগ্রাম টেস্টের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে তানজিম সাকিবকে নিয়ে সিমন্স জানিয়েছেন নিজের কথা। সেখানে তিনি বলছিলেন, ‘আমার মনে হয় সে যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে। (সাকিব ব্যাটিং ডেপথ এনে দিবে) এটা সবসময়ই ভালো ব্যাপার দলের জন্য।’পরে পেস আক্রমণ নিয়ে সিমন্স বলেন, ‘আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান (মাহমুদ) ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে, সেখানে বেশি একটা পার্থক্য নয় এখান থেকে। সাকিব তরুণ এখনও। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।’

অবশ্য দলের কম্বিনেশনের জন্য কোচ অপেক্ষা করতে চান শেষ পর্যন্ত। কেমন হবে সেই কম্বিনেশন, সেটার আভাসও দিয়েছেন ফিল সিমন্স, ‘হয় ৩ পেসার, ২ স্পিনার নয়ত ৩ স্পিনার ২ পেসার (এরকম একাদশ) হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত পরে নিব আমরা।’