তামাটে মুখে ময়লাটে দাড়ি, সিয়ামের চোখে কেনো বুনো উল্লাস!

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

বিনোদন ডেস্ক:

‘চুপ ছিলাম দেখে ভাবিস না ‘জংলি’ তোদের ভুলে গেছে। ‘জংলি’ আসছে হুংকার নিয়ে।’ দুপুর ১টার দিকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট পোস্টারের ক্যাপশনে এটাই লেখেন নায়ক সিয়াম আহমেদ, পরিচালক এমন রাহিম ও জংলি সিনেমার টিম। জানিয়ে দেন, বিকেল তিনটায় আসবে পোস্টার সঙ্গে বিশেষ ঘোষণা। এই বিশেষ ঘোষণা যে জংলি সিনেমা বিষয়ক কিছু, সেটা আন্দাজ করতে পেরেছিলেন অনেকেই। ফলে সিয়ামের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ঘোষণার।

তিনটা বাজতেই একযোগে জংলি সিনেমার সব তারকা ও কলাকুশলীদের ফেসবুক ওয়ালে প্রকাশ পায় সিনেমাটির মোশন পোস্টার, সঙ্গে ছিল মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। পোস্টারের ক্যাপশনে লেখা- “জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্তজল/মহামারী যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া।
‘জংলি’ আসছে এই ঈদ উল ফিতরে।’

এই পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আগামী ঈদুল ফিতরে মুক্তির তালিকায় অফিসিয়ালি যুক্ত হলো জংলি। আর প্রকাশিত এই পোস্টারে ভিন্ন এক সিয়ামকে দেখা গেল। যে সিয়াম সিনেমার নামের সঙ্গে একেবারে পরিপূর্ণ। তামাটে মুখমণ্ডলে ময়লাটে দাড়ি, এলোমেলো চুল, জিহবায় লেগে রয়েছে তাজা রক্তের ছাপ, চোখ থেকে বের হচ্ছে বুনো উল্লাস যেনো পুরোই জংলি! যেন জংলি নামের স্বার্থক রূপ দিতেই এই লুক। এমন সিয়ামকে আগে দেখা যায়নি কোনো ছবির পোস্টারে কিংবা লুকে!

এই চরিত্রের জন্য নিজেকে বেশ কাঠখড় পুড়িয়ে তৈরি করেছেন সিয়াম। সেটা নিজেই জানিয়েছিলেন এভাবে- ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’

পোস্টার প্রকাশের পর বাহবা পাচ্ছেন সিয়াম। নতুন লুক নিয়ে হচ্ছে প্রসংশা। এসব দেখার পর সিয়াম বললেন- ‘জংলি সিনেমার আমাদের পুরো টিমের অনেক দিনের কষ্টের ফসল। সবাই অনেক আন্তরিকতা দিয়ে কাজটা করেছি। একটা গল্প এখানে বলা হয়েছে যা প্রতিটি দর্শক হল থেকে আত্মতৃপ্তি নিয়ে বের হবে। নানা কারণে এর আগের ঈদে ঘোষণা দিয়েও আসতে পারিনি। ফলে হাতে সময় পাওয়ায় দারুণ কিছু ঘটানোর চেষ্টা করেছি আমরা। আমার বিশ্বাস সেটা আমরা পেরেছি। বাকী ঈদে প্রেক্ষাগৃহে এসে দেখার পর দর্শকরা বলবেন।’

‘জংলি’তে সিয়াম আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হয় এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। গত বছর প্রেক্ষাগৃহে যখন ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, ঠিক তখনই ছবিটির ফার্স্ট লুক পোস্টার আসে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখনই জানানো হয়, সিয়াম অভিনীত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। তবে শুটিংয়ের কিছু অংশ বাকি থাকায় তখন ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

এবার পরিচালক এম রাহিম বললেন, ‘গত বছর ঈদে মুক্তির কথা থাকলেও কাজ শেষ করতে না পারায় মুক্তি দিতে পারিনি। কারণ আমরা আমাদের কাজটাকে সর্বোচ্চ মানের করতে চেয়েছি। হাতে সময় পাওয়ায় সেটা করতে পেরেছি বলে আমার বিশ্বাস। পুরোপুরি উৎসবে মুক্তি দেওয়ার মতো করেই ছবিটি নির্মাণ করা হয়েছে। জংলি এমন একটি সিনেমা যে সিনেমায় অ্যাকশন, রোমান্স ও পারিবারিক গল্প সবই থাকবে। দর্শক একটি সিক্যুয়েন্সের জন্যেও পর্দা থেকে চোখ ফেরাতে পারবে না। আমার বিশ্বাস দর্শকরা হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবে।’

‘জংলি’তে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। এর আগে সিয়ামকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা ‘শান’ বানিয়েছিলেন এম রাহিম। ‘জংলি’তেও সেই ধারা অব্যহত রেখেছেন নির্মাতা। জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।