তিন দিনেই পাঁচ সেঞ্চুরি, রানবন্যার এক টেস্টে অনেক রেকর্ড

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

দেশে দেশে টেস্ট ক্রিকেটের ব্যস্ততা পুরোদমে। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলছে পাকিস্তান। এ ছাড়া ঘরের মাটিতে দীর্ঘদিন পরে বক্সিং ডেতে টেস্ট খেলছে জিম্বাবুয়ে।
বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপুটে জিম্বাবুয়ের দেখা মিলেছিল। তিন সেঞ্চুরির কীর্তিতে নিজেদের প্রথম ইনিংসে ৫৮৬ রানে থেমেছিল স্বাগতিকরা।

ব্যাট হাতে পাল্টা জবাব দিচ্ছে আফগানিস্তানও। এরই মধ্যে এক ডাবল সেঞ্চুরি ও একটি শতকে বেশ কয়েকটি রেকর্ড স্পর্শ করে ফেলেছে আফগানরা। তাদের রানও চারশো ছাড়িয়ে পাঁচশোর পথে।

জিম্বাবুয়ের ৫৮৬ রানের জবাবে ২ উইকেটে ৪২৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। এরই মধ্যে টেস্ট ক্রিকেটে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছে তারা। নজির গড়লেন ব্যাটার রহমত শাহ। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিলেন রহমত। ৩ ছক্কা ও ২৩ চারে ২৩১ রানে অপরাজিত আছেন তিনি। আফগান ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে এটিই সবচেয়ে বড় ইনিংস। অপরাজিত থাকায় এই ইনিংসে অবশ্য আরও রান করার সুযোগ রয়েছে শাহের।

২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন হাশমতউল্লাহ শাহিদি। এতদিন সেটিই ছিল টেস্টে আফগানিস্তানের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শাহিদির সেই রেকর্ড বুলাওয়ের ২২ গজে ভেঙে দিলেন রহমত শাহ। তার ৪১৬ বলের অপরাজিত ইনিংসে রয়েছে ২৩টি চার এবং ৩টি ছয়। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে টেস্টে দ্বিতীয় দ্বিশতরান করেছেন তিনি।

রহমত শাহের সঙ্গে অপরাজিত রয়েছেন অধিনায়ক হাশমতউল্লাহ। তার ব্যাট থেকে এসেছে ১৪১ রান। তৃতীয় দিনে তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে তারা তুলেছেন ৩৬১ রান। যা টেস্টে আফগানিস্তানের সবচেয়ে বেশি রানের জুটি। আগের রেকর্ডটি ছিল ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই। সেবার হাশমতউল্লাহ এবং আসগর আফগানের জুটিতে উঠেছিল ৩০৭ রান।

দুর্দান্ত আরও একটি কীর্তিও গড়েছেন আফগান এই দুই ব্যাটার। ২০১৯ সালের পর এই প্রথম টেস্টে ক্রিকেটে কোনো দল সারাদিনে একটিও উইকেট হারায়নি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে হ্যাটট্রিক সেঞ্চুরিতে রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। ১৭৬ বলে ১০৪ রান করেন শেন উইলিয়ামস। অধিনায়ক ক্রেইগ আরভিন ১০১ রানের ইনিংস খেলেন। এ ছাড়া নিজেদের ইনিংস শেষে ব্রেইন বেনেট অপরাজিত থাকেন ১১০ রান করে। তাতে টেস্টে এক ম্যাচেই হ্যাটট্রিক সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে ব্যাটাররা। এর মাধ্যমে ২৩ বছরের পুরনো কীর্তিতে ভাগ বসান ক্রেগ আরভিনরা।

জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটে এক ম্যাচে এ নিয়ে তিনবার ৩টি সেঞ্চুরি হয়েছে। সবশেষ ২০০১ সালে এমন কীর্তি গড়েন জিম্বাবুয়ে ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে সেবার প্রথম ইনিংসে ৫৪২ রানের পাহাড় গড়েন অ্যান্ডি ফ্লাওয়ারের দল। জিম্বাবুয়ের কাছে সেই ম্যাচে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ।