তিন শিষ্যকে ম্যানইউ’তে চান আমোরিম

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হয়েছেন পর্তুগালের রুবেন আমোরিম। এরিক টেন হ্যাগকে ছাঁটাই করে তাকে দায়িত্ব দিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ের দলটি। এখন নতুন কোচের কাজ ম্যানইউ’কে পুরনো ছন্দে ফেরানো। অনুমিতভাবে বর্তমান রেড ডেভিলস শিবিরের অনেককে ক্লাব ছাড়তে হবে, আবার অনেককে নতুন করে দলে ভেড়াবেন তিনি।

এরই মধ্যে আমোরিম তার স্পোর্টিংয়ের তিন শিষ্যকে দলে চান বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। এর মধ্যে অন্যতম ২৬ বছর বয়সী স্ট্রাইকার ভিক্টর জিওকেরেস। ৬ ফিট ২ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার স্পোর্টিংয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন।
স্পোর্টিংয়ে চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। গত মৌসুমে ৫০ ম্যাচে ৪৩ গোল করেছেন সুইডেনের এই স্ট্রাইকার। জাতীয় দলেও ভালো সময় কাটিয়েছেন তিনি। জানুয়ারির শীতকালীন দলবদলের মৌসুমেই এই স্ট্রাইকারকে দলে চান তিনি।

আমোরিমের আরেক প্রিয় শিষ্য ২০ বছর বয়সী আইভরিকোস্টের ডিফেন্ডার উসমানে ডিওমান্ডে। আমোরিমের সিস্টেমের সঙ্গে দারুণ মানানসই তিনি। এছাড়া রাফায়েল ভারানে ক্লাব ছাড়ায় ও হ্যারি মাগুয়েরে ফর্মে না থাকায় সেন্ট্রাল ডিফেন্ডার দারকারও ম্যানইউ-এর। তালিকায় থাকা অন্যজন পর্তুগালের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড গিওভান্নি কোয়েন্দা।
এর আগে টেন হ্যাগও তার আয়াক্সের শিষ্যদের ম্যানইউ’তে এনে ‘বিপ্লব’ ঘটাতে চেয়ে ব্যর্থ হয়েছেন। ম্যানইউ-এর সাবেক এই কোচ অ্যান্তোনিও-মার্টিনেজকে সরাসরি আয়াক্স থেকে দলে ভেড়ান। ম্যাথিউস ডি লিট ছিলেন তার আয়াক্সের শিষ্য। তাকে বায়ার্ন থেকে মোটা অঙ্কের অর্থে কিনেছেন। গোলরক্ষক ওনানাও ছিলেন আয়াক্সে। ইন্টার মিলান ঘুরে ম্যানইউ’তে এখন তিনি।