লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে তালহা (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরও চারজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগতবেড় এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত তালহা নীলফামারী জেলার সৈয়দপুর কলিমমোড় এলাকার আজাহার আলীর ছেলে।
জানা যায়, তালহা শুক্রবার লালমনিরহাটের রাজপুরে ফুপাতো বোনের বিয়েতে আসে। শনিবার দুপুরে বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার কথা। তাই তালহা তার ৪ ফুপাতো ভাইকে নিয়ে তিস্তায় গোসল করতে যায়। তিস্তা নদীর রাজপুর এলাকার ৫ নম্বর স্পার বাঁধের নিচে সবাই গোসল করতে নামলে তালহা নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় তালহার ফুপাতো ভাই জুয়েলসহ সবাই পাড়ে ওঠতে পারলেও তালহা পানিতে তলিয়ে যায়। পরে তাদের চিৎকারে নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলে এসে তালহাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তালহাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ছেলেটি সাতার জানতো না। তাই নদীর পানির স্রোতে তলিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।