তীব্র দাবদাহে পর্যাপ্ত বৃক্ষরোপণ করতে সিটি কর্পোরেশন ও পৌর মেয়রদের নির্দেশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মোঃ সাইফুল ইসলামঃ
জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের প্রভাবে তীব্র দাবদাহ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে দেশের সব জায়গায় বিশেষ করে সব সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা বা সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
এ বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে সম্প্রতি দেশের সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সব পৌরসভার মেয়র/প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের প্রভাবে তীব্র দাবদাহ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে দেশের সর্বত্র বিশেষ করে সব সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা/সংরক্ষণ করতে হবে।
এতে আরও জানানো হয়, এ বিষয়ের পরিপ্রেক্ষিতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের সর্বত্র বিশেষ করে নগর এলাকায় উপযুক্ত স্থানে পর্যাপ্ত বৃক্ষরোপণ এবং তা পরিচর্যা/সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।