তুষারঝড়ে পিছিয়ে গেল মেসিদের ম্যাচ

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির অভিষেক ম্যাচ বিলম্বিত হলো তুষারঝড়ের কারণে। লিওনেল মেসির দলটির স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে খেলার কথা ছিল, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার সকালে কানসাস সিটিতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তীব্র তুষারঝড়ের পূর্বাভাসের কারণে কনক্যাকাফ কর্তৃপক্ষ ম্যাচটি ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নতুন সূচি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মার্কিন আবহাওয়া সংস্থা পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব কানসাস ও পশ্চিম-মধ্য মিসৌরির কিছু অংশে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। ফলে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে ম্যাচটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কনক্যাকাফ।

সংস্থাটি জানিয়েছে, ম্যাচের দিনও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা খেলা আয়োজনে জটিলতা তৈরি করতে পারে। তাই নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির মধ্যকার ফিরতি লেগ ২৫ ফেব্রুয়ারি মায়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিজয়ী দল শেষ ষোলোতে জায়গা করে নেবে, যেখানে প্রতিপক্ষ হবে জ্যামাইকার ক্যাভেলিয়ার।