তৈমূরের পোস্টার ছিঁড়ে নৌকার পোস্টার টানানোর অভিযোগ

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি:

বিরোধী প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে অংশগ্রহণকারীদের ওপর হামলা বেশি হচ্ছে—অভিযোগ করে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, মুড়াপাড়া বাজারে আমার যে পোস্টার ছিলো, সেগুলো ছিঁড়ে নৌকার পোস্টার টানানো হয়েছে। বারবার প্রতিকার চাচ্ছি, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তৈমূর আলম আরও বলেন, ‘চনপাড়া বস্তিতে আমার তিনটা ছেলে মারধরের শিকার হয়েছে। আমি এসপিকে জানানোর পর ফোর্স পাঠিয়েছেন। এভাবে যদি বারবার অভিযোগ করতে হয়, তাহলে নির্বাচন করবো কীভাবে?’

নির্বাচনী পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে—জানিয়ে ‘সোনালী আঁশ’ প্রতীকের এ প্রার্থী বলেন, ‘আমরা যারা বিরোধী প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছি, তাদের ওপর হামলা বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তা হুমকির মুখে। আমরা শুধু অভিযোগ করে আসছি, সে অনুযায়ী প্রতিকার হচ্ছে না।’