ত্রি-বিভক্ত জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৭২ সালের ৩১ অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে এক জনসভার মাধ্যমে দলটি প্রতিষ্ঠা লাভ করে।

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির সক্রিয় তিনটি অংশের মধ্যে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ বর্তমানে বিপর্যয়ের মুখে পড়ায় আজ কোনো কর্মসূচি পালন করতে পারছে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ দলের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে অভিযুক্ত হয়ে দলটির অন্য নেতারা মামলার আসামি হয়েছেন অথবা আত্মগোপনে রয়েছেন। তবে দলটির অন্য দুই অংশ শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ এবং আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করবে।
দেশ স্বাধীন হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রবল বিরোধিতা করেই জাসদের জন্ম। তাত্ত্বিক নেতা প্রয়াত সিরাজুল আলম খান ছিলেন জাসদ প্রতিষ্ঠার নেপথ্য নায়ক। গত ৫২ বছরে দলটি ভেঙে খণ্ড খণ্ড হয়েছে। আবার কখনও নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাও করেছে। এরপরও দলটি এখনও তিন ভাগে বিভক্ত হয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদের কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোরে রাজধানীর তোপখানা রোডের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। জেএসডিও অনুরূপ কর্মসূচি পালন করবে।