দক্ষতা বাড়ানোর মাধ্যমে ভালো মানের সেবা দেওয়া সম্ভব: মেয়র

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

সিলেট প্রতিনিধি 

 
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, পারস্পরিক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। এ জন্য একে অপরের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বাড়াতে হবে, তবেই নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আমরা নাগরিকদের ভালো মানের সেবা দেওয়া সম্ভব।বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পেরেশনের সভাকক্ষে ‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ ও সম্পদ আরোহণ এবং বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির ব্ক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের কোর্স পরিচালক ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে উপ-পরিচালক মো. মাহাবুবুর রহমান। কর্মশালায় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।