দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা, জেনিন শিবিরে সামরিক অভিযান জোরদার

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরে রকেট হামলার খবর পাওয়া গেছে বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা। অপরদিকে জেনিন শরণার্থী শিবিরেও সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা।
দক্ষিণ ইসরায়েলে হমলার সময় সতর্কীকরণ সাইরেন বেজে উঠেনি এবং রকেটের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইলিয়াতে হামলার দাবি করেছিল। তারা তখন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনিরা বিজয়ী না হওয়া পর্যন্ত আরও হামলা চালানো হবে।

এদিকে গত তিন ঘণ্টায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান জোরদার হয়েছে। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরে তাদের প্রেক্ষিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় জনে।

জেনিনের প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের রিপোর্ট করছেন। তরা ৩০ মিনিটের মধ্যে অন্তত পাঁচটি বিস্ফোরণের কথা জানিয়েছেন। বিস্ফোরণের জন্য ইসরায়েলি সশস্ত্র ড্রোনকে দায়ী করেছেন তারা৷

জানা গেছে, শিবিরে অভিযান আরও তীব্র করার বিষয়ে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী।