দশ বছর আগের মামলায় ছাত্রদল নেতা জুয়েলসহ ৯ জনের কারাদণ্ড
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
১০ বছর আগে গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় ছাত্রদলের তৎকালীন সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৯ জনকে তিন বছর তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য আট আসামি হলেন- পল্টন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, পল্টন থানা যুবদলের তৎকালীন নেতা লিওন হোসেন, উত্তম কুমার, ভাসানী জাহাঙ্গীর, মিজানুর রহমান, আরিফুল হক ও রুবেল। আজ বুধবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি নিউজ পোস্টকে নিশ্চিত করেছেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের আইনজীবী ইলতুতমিশ সওদাগর।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর পল্টনের ভিআইপি রোডের হোটেল প্লাজার সামনে মিছিলের সময় রাস্তয় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় বিএনপি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পুলিশ আগুন নেভানোর চেষ্টা করলে আসামিরা ইট-পাটকেল, লোহার রড ও হকিস্টিক দিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করলে তারা আশপাশে বিভিন্ন গলিতে পালিয়ে যায়। পরে রাজউক ভবনের সামনে সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ১৮ নভেম্বর কাদের ভূঁইয়াসহ ৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।