কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরবাজারের চেঙ্গাকান্দি ঘাটে গভীর রাতে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, বাছির মুন্সীর নিউ শেখেরগাঁও স্টোর রড সিমেন্ট, কিংকর সাহার মুদি দোকান, আব্দুল বারেক মিয়ার লিলি হার্ডওয়ারী, শাওন স্টোরের মুদি অ্যান্ড কনফেকশনারী, কামাল হোসেনের সরকার এন্টারপ্রাইজের রড সিমেন্ট, জহিরুল ইসলামের কীটনাশকের দোকান, হোসেন মিয়ার মেসার্স সাঈদ স্টোর রড সিমেন্ট, ডালিমের ডালিম স্টোর ইলেকট্রনিক্স দোকান ও জুলহাসের ইঞ্জিনচালিত ভ্যান।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে আজ রোববার সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসারীদের তালিকা তৈরি করে সরকারিভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা হবে।