দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ২৬, ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৬ মে) দুপর ১ টার দিকে উপজেলার গৌরীপুর-মতলব সড়কের কবিচন্দ্রদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের আল আমিন (৩৬), তার বড় বোন একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী সালেহা বেগম (৪৬) ও চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোহানা আক্তার (৩২)।

জানা যায়, নিহত আল আমিন তার বোন সালেহা বেগমকে ঢাকায় চিকিৎসক করতে নিয়ে গিয়েছিলেন। দুপুরে তারা ঢাকা থেকে বাসে গৌরীপুর আসার পর সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি কবিচন্দ্রদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলামিন ও সালেহা বেগমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রোহানা আক্তারও মারা যান। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।