দাবি গণমাধ্যমের রিয়ালের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর ঐতিহ্যবাহী নাম্বার সেভেন গায়ে জড়িয়েছিলেন মারিয়ানো দিয়াজ এবং এডেন হ্যাজার্ড। যদিও রোনালদোর রেখে যাওয়া শূন্যতা পূরণ করতে পারেননি কেউই। এরপর সেটা তুলে দেয়া হয় ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। আর তারপরেই রিয়ালের ৭ নম্বর জার্সিটা ফিরে পেয়েছে তার হারানো দিন।
মাদ্রিদে শুরুটা বিবর্ণ হলেও দিনে দিনে ভিনিসিয়ুস যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদ তো বটেই, ফুটবল বিশ্বেরই সেরা তারকা বিবেচনা করা চলে ভিনিসিয়ুস জুনিয়রকে। এমন একজনকে নিশ্চিতভাবেই হাতছাড়া করতে চাইবে না রিয়াল মাদ্রিদ। সেই ভাবনা থেকেই চুক্তি নবায়নের নতুন প্রস্তাব দেয়া হয়েছিল তাকে।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, রিয়াল মাদ্রিদের নতুন চুক্তি নবায়নের প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলের এই তারকা। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করার পর ক্লাবের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে খবর প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক এবং স্পেনের ক্রীড়া দৈনিক রেলেভো। সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুসের প্রতি সৌদি ক্লাবগুলোর প্রবল আগ্রহের পর তাকে নতুন চুক্তির প্রস্তাবনা দেয় রিয়াল।
ব্রাজিলিয়ান এই সুপারস্টার ২০২২ সালে তার বর্তমান চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তি ২০২৭ সাল পর্যন্ত চলবে এবং এতে একটি বিশাল ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রাখা হয়েছে। তারপরেও অবশ্য রিয়াল তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। মূলত চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন ওঠার প্রেক্ষিতে এই প্রস্ট্যাব দিয়েছিল লস ব্লাঙ্কোসরা।
ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ভিনিসিয়ুস তার বেতন বাড়াতে চাইছে। ব্রাজিলিয়ান তারকা এমন অঙ্কের বেতন চান, যা তার বর্তমান পারফরম্যান্স এবং বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হিসেবে তার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, কর বাদ দিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের বর্তমান বেতন প্রায় ১২.৫ মিলিয়ন পাউন্ড। যা গত বছর পিএসজি থেকে আসা কিলিয়ান এমবাপ্পের বেতনের সমান।
তবে এমন সিদ্ধান্তের পর ভিনি জুনিয়রের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সৌদি প্রো লিগের ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে। গত গ্রীষ্মে প্রাথমিক আলোচনার পর, ডিসেম্বর মাসে সৌদি প্রতিনিধিরা আবারও ভিনিসিয়ুস জুনিয়রের শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন। আর এরপরেই রিয়াল মাদ্রিদ পুরোপুরি নড়চড়ে বসেছে ভিনিসিয়ুস ইস্যুতে।
ভিনিসিয়ুস জুনিয়র ২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ৩৭.৫ মিলিয়ন পাউন্ড ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর থেকে তিনি মাদ্রিদের হয়ে ২৯৩টি ম্যাচ খেলেছেন, ১০১টি গোল করেছেন এবং ৮৩টি অ্যাসিস্ট করেছেন। এই সময়ে, তিনি ক্লাবের হয়ে দুটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ এবং দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন