দায়িত্ব নিয়ে কাজ করতে ওয়াসা কর্মকর্তাদের প্রতি তাজুলের আহবান
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম দায়-দায়িত্ব নিয়ে কাজ করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াসা কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার ২০১৯-’২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর পর্যালোচনা সভায় এ আহবান জানান।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. হেলালুদ্দীন আহমেদ,জনস¦াস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও ঢাকা, খুলনা, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পারচালক এবং চট্টাগ্রাম ওয়াসার প্রধান প্রোকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোন বাধা আসলে দায়িত্ব নিয়ে কাজ করুন। আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা প্রকল্পগুলো থেকে দ্রুত ফলাফল চাই, যাতে জনগণের সেবা পাওয়া সহজতর হয়।
তিনি বলেন, সেবা দানের জন্য আমরা নাগরিকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা সরেজমিন উপস্থিত থেকে প্রকল্পের কাজ বাস্তবায়ন করবেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মোট ৩৮টি প্রকল্প চলমান রয়েছে। ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির শতকরা হার ৩৭ দশমিক ৭০ ভাগ। এ সময়ে জাতীয় অগ্রগতির শতকরা হার ২৬ দশমিক ৩৭ ভাগ। সভায় সিংহভাগ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
ঢাকা ওয়াসার মোট ৮টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির হার শতকরা ২২ দশমিক ৬৯ ভাগ। চট্টগ্রাম ওয়াসার মোট প্রকল্প ৪টি এবং বাস্তবায়ন অগ্রগতির হার শতকরা ৮২ দশমিক ৬৭ ভাগ। খুলনা ওয়াসার একমাত্র প্রকল্প ‘খুলনা শহরের পয়:নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প’র অধিগ্রহণ কাজ শুরু হয়েছে। রাজশাহী ওয়াসা’র দুইটি প্রকল্পের জন্যও জমি অধিগ্রহণের কাজ চলছে। অপেক্ষাকৃত কম অগ্রগতি সম্পন্ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।