দিনাজপুরে ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলা, গুলিতে নিহত ১
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,দিনাজপুরঃ
দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে আহত মোহাম্মদ আলীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনায় শেষে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত দুই প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এতে পুলিশ সদস্যরা নিজেদের জানমাল ও সরকারি মালামাল রক্ষার্থে প্রথমে ফাঁকা গুলি করেন। এরপরও পুলিশ সদস্যদের ওপর হামলা বাড়িয়ে দিলে তারা ৬০ থেকে ৭০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়েন। শর্টগানের গুলিতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আনার পথে তার মৃত্যু হয়। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান পুলিশ সুপার।
জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনা সুষ্ঠু তদন্ত স্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।