দিল্লিতে ৩২ বছর পর জয়ের সুবাতাস পাচ্ছে বিজেপি

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

বিনোদন ডেস্ক :

সেই ১৯৯৩ সালে দিল্লির বিধানসভা ভোটে সর্বশেষ জয় পেয়েছিল বিজেপি। তার প্রায় ৩২ বছর পর চলতি ২০২৫ সালে ফের ভারতের রাজধানী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রশাসিত অঞ্চলে জয়ের আভাস পাচ্ছে দলটি।

বুথফেরত জরিপের পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহণ হয়েছে, আজ শনিবার তার চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। তাই ভোটের গণনাও শেষের পথে।

দিল্লির বিধানসভায় মোট আসনসংখ্যা ৭০টি। সরকার গঠন করতে হলে যে কোনো দল বা জোটকে অন্তত ৩৬টি আসনে জয়ী হতে হবে। বুথফেরত জরিপের ফলাফল বলছে, প্রায় ৪১টি আসনে এগিয়ে আছেন বিজেপির প্রার্থীরা। বাকি ২৯টি আসনের মধ্যে ২৮টিতে বর্তমানে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি/আপ) এবং ১টিতে এগিয়ে আছেন কংগ্রেসের প্রার্থী।

পরে ২০১৫ সালের নির্বাচেনে রেকর্ড ৬৭টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি। এর আগের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল এককভাবে এত সংখ্যক আসন পায়নি। তারপর ২০২০ সালের নির্বাচনে ৬২টি আসনে জয় পেয়ে ফের সরকার গঠন করে আপ।

তবে এই বড় বিজয় পাওয়া সত্ত্বেও সেবারের ৫ বছরে তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছিল বিজেপিকে। প্রথমে মদন লাল খুরানা, তারপর সাহেব সিং ভার্মা এবং সবশেষে সুষমা স্বরাজকে দিল্লির মুখ্যমন্ত্রী করে। বলা হয়, সেই সময় পেঁয়াজের চড়া দামের ফলে বিজেপিকে দীর্ঘদিন ধরে তার মাশুল গুনতে হয়েছিল।

এরপর প্রায় তিন দশক ধরে দিল্লিতে আর ক্ষমতাতেই আসতে পারেনি বিজেপি