দীপিকা-রণবীরের মেয়ের আরবি নাম, জানা গেল নেপথ্যের কারণ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক:
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে এসেছে নতুন অতিথি। দুই মাস পর কন্যার নাম ও ছবি প্রকাশ করেছেন তারা। গেল সপ্তাহে মেয়ের নাম ‘দুয়া’ রাখা হয়েছে বলে জানান এই দম্পতি। মেয়ের আরবি নাম রাখায় এরই মধ্যে কটাক্ষের শিকার হতে হয়েছে তাদের। এবার জানা গেল এই নামের বিশেষত্ব।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ কারণেই নাকি কন্যার এ নাম রেখেছেন দীপিকা।
সাধারণত তারকারা বাবা ও মায়ের নাম মিলিয়ে সন্তানের নাম রাখেন। তবে সে পথে হাঁটেননি রণবীর-দীপিকা। তাদের কন্যার নামে মায়ের দিকের আধিপত্য। দুয়ার তিন অক্ষরের প্রথম অক্ষর নাকি দীপিকার নামের আদ্যক্ষর, এরপর অভিনেত্রীর মা উজ্জ্বলার নামের প্রথম অক্ষর। পরের অক্ষর এসেছে অভিনেত্রীর বোন অনিশা থেকে। অনেকের ধারণা রণবীরের রাখা হয়েছে। কেননা তার নাম অঞ্জু ভবনানি।
শুধু বাদ রণবীর। কারণ নানাজন ব্যাখ্যা করেছেন নানাভাবে। কারও মতে, সবকিছুতেই স্ত্রী দীপিকাকে এগিয়ে রাখেন রণবীর। এখানেও তাই করেছেন। এমনকি বিয়ের পর রণবীর নিজেকে রণবীর পাড়ুকোন সিং বলে পরিচয় দিতেন। তবে দীপিকা ব্যাখ্যা দিয়েছেন অন্যভাবে। তিনি লিখেছেন, দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।
৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিলেন দীপিকা। জানা গেছে, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ছুটির পর ফের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।