দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অনুভ

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

দীর্ঘদিনের প্রেমিকা হৃদি নারাংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ‘তুম মেরি হো’ খ্যাত ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে মঙ্গলবার অনুরাগীদের খবরটি দেন এই গায়ক।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল জানায়, হৃদি নারাং সিডনিতে পড়াশোনা শেষ করে ২০১৬ সালে শিক্ষিকা হিসেবে প্রথম কাজ শুরু করেন। এরপর এভিএ, অগিলভি, রেফিনিটিভসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থায় কখনও অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আবার কখনও বা ব্র্যাণ্ড ম্যানেজর হিসেবে কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি আছেন নয়া দিল্লির কালেক্টিভ আর্টিস্ট নেটওয়ার্কের ক্যাম্পেন ম্যানেজার পদে।

বিয়ের ছবিতে ভারতের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে বর ও কনেকে। অনুভের পোশাক ছিল বেজ শেরওয়ানি এবং হৃদির পোশাক ছিল লাল লেহেঙ্গা। অনুভ তার প্রি-ওয়েডিং উৎসবের কিছু মুহূর্তও শেয়ার করেছেন। অনুভ তার স্ত্রীর পরিচয় নিয়ে কোনো বিস্তারিত তথ্য শেয়ার করেননি।

অনুভ-হৃদির বিয়ের ছবি শেয়ার করে ফটোগ্রাফার রাহুল সাহারান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ধন্যবাদ অনুভ এবং হৃদিকে আমাদের পরিবারের মতো একসাথে বিয়ে উদযাপন করতে পেরেছি।’

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অনুভ

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিনের প্রেমিকা হৃদি নারাংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ‘তুম মেরি হো’ খ্যাত ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে মঙ্গলবার অনুরাগীদের খবরটি দেন এই গায়ক।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল জানায়, হৃদি নারাং সিডনিতে পড়াশোনা শেষ করে ২০১৬ সালে শিক্ষিকা হিসেবে প্রথম কাজ শুরু করেন। এরপর এভিএ, অগিলভি, রেফিনিটিভসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থায় কখনও অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আবার কখনও বা ব্র্যাণ্ড ম্যানেজর হিসেবে কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি আছেন নয়া দিল্লির কালেক্টিভ আর্টিস্ট নেটওয়ার্কের ক্যাম্পেন ম্যানেজার পদে।

বিয়ের ছবিতে ভারতের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে বর ও কনেকে। অনুভের পোশাক ছিল বেজ শেরওয়ানি এবং হৃদির পোশাক ছিল লাল লেহেঙ্গা। অনুভ তার প্রি-ওয়েডিং উৎসবের কিছু মুহূর্তও শেয়ার করেছেন। অনুভ তার স্ত্রীর পরিচয় নিয়ে কোনো বিস্তারিত তথ্য শেয়ার করেননি।

অনুভ-হৃদির বিয়ের ছবি শেয়ার করে ফটোগ্রাফার রাহুল সাহারান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ধন্যবাদ অনুভ এবং হৃদিকে আমাদের পরিবারের মতো একসাথে বিয়ে উদযাপন করতে পেরেছি।’