দীর্ঘ দিনের অপেক্ষার পর মিথিলার ‘মায়া’

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩

বিনোদন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার তার দীর্ঘ দিনের অপেক্ষার পালা শেষ হলো। উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’র ছায়ায় নির্মিত ‘মায়া’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হলো মিথিলার। শুক্রবার (৭ জুলাই) পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মায়া’ সিনেমাটি।


শুধু লুক নয়, এ সিনেমায় মিথিলার বেশির ভাগ সংলাপ ছিল হিন্দিতে। এ বিষয়ে মিথিলার ভাষ্য, ‘আমি ভালো হিন্দি বলতে পারি। তাই বেশি চর্চা করতে হয়নি।এর আগে একাত্তর নামের একটি সিরিজেও আমি হিন্দি ভাষায় সংলাপ বলেছি। তবে এবারের পরিধিটা বেশ বড়। আমি আনন্দ নিয়েই কাজটি করেছি। আমার যেসব বন্ধু হিন্দিতে কথা বলেন, তারা ট্রেলার দেখে সংলাপ বলার প্রশংসা করেছেন।’


সিনেমাটি পরিচালনা করার পাশাপাশি স্ক্রিপ্টও লিখেছেন পরিচালক রাজর্ষি দে। লোভ, উচ্চাকাক্সক্ষা, পাপ ও দুর্নীতির নানা ঘটনা নিয়ে এগিয়েছে মায় সিনেমাটি। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।


মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা। বিভিন্ন গান সুর করেছেন রণজয় ভট্টাচার্য এবং কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর, সোমলতা ও উজান।