দুর্গাপূজায় বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহত করা হবে: চৌধুরী নায়াব ইউসুফ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, দুর্গাপূজায় যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে।
শনিবার (৫ অক্টোবর) রাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মালম্বীদের নিয়ে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর শহরের কমলাপুরে ময়েজ মনজিলে ফরিদপুর মহানগর ও কোতোয়ালি থানা বিএনপি’র উদ্যোগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সেনাবাহিনী রয়েছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা করবে। আমাদের নেতা কর্মীরা প্রত্যেকটা মন্দির পরিদর্শন করবে। আপনারা যাতে দুর্গাপূজা ভালোভাবে পালন করতে পারেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব আমরা সকলেই।
মত বিনিময় সভায় ফরিদপুর মহানগর বিএনপি’র আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি রাম দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, কোতোয়ালি থানা পূজা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, শহর পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ শহরের হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ আরো বলেন, আমার পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমার বাবা, আমার দাদা হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কাজ করেছেন। তাদের সুখে দুখে পাশে দাঁড়িয়েছেন। তাদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে পাশে থেকেছেন। আমাদের পরিবার অসাম্প্রদায়িক পরিবার।
তিনি শারদীয় দুর্গাপূজা সম্পর্কে বলেন, আপনারা নির্ভয়ে পূজা করেন। আপনাদের কোন সমস্যা হবে না। আমি সহ আমাদের দলের নেতাকর্মীরা সব সময় আপনাদের পাশে রয়েছি। আপনাদের কোন ভয় নেই।