দুর্ঘটনার পর জানা গেল বাসটি চুরির

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে মিয়ামি এয়ারকনের একটি বাস চুরি করে পালিয়ে যাওয়ার সময় সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় গাড়ি ফেলে পালিয়ে যায় চোর। সোমবার (৩ মার্চ) দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ভিরাল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে মিয়ামি এয়ারকন বাসটি দ্রুতগতিতে ভিরাল্লা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে বাস ফেলে চালকবেশী চোরচক্র পালিয়ে যায়। খবর পেয়ে মিয়ামি এয়াকরন বাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেন।

মিয়ামি এয়ারকন বাসের সুপারভাইজার হৃদয় বলেন, ‘জাঙ্গালিয়া বাস টার্মিনালে গত রাতে এই বাসটি ছিল। সকালে এসে দেখি বাস নাই। ভেবেছি হয়তো ড্রাইভার কোথাও পার্কিং করে রেখেছেন। পরে জানতে পারলাম, বাসটি দেবিদ্বারে সড়কে উল্টে আছে।’

স্বপন নামে বাসটির মালিক পক্ষের একজন বলেন, ‘গাড়ির চালক জহির মিয়া বাসটিকে জাঙ্গালিয়ায় পার্কিং করে বাসায় চলে যান। গাড়ির একজন হেলপার বাসটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এর আগে কালিকাপুর স্ট্যান্ডে একটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাকটরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসে। তাড়াহুড়া করে চুরির বাসটি নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে।’

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বাসটি হাইওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। বাসটি চুরির সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে।’