‘দুর্নীতি দূর করা গেলে দুই বছরে দেশ পাল্টে যাবে’

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দেশ থেকে সকল ধরনের দুর্নীতি দূর করা গেলে দুই বছরে দেশ পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
এ সময় তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত না করলে আলেমরা শ্রদ্ধা করবেন এ সময় তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে রাজাকার, জঙ্গী, সন্ত্রাসী, মৌলবাদী শব্দ পরিহারের আহ্বান জানান।

শনিবার (১০ আগস্ট) বাংলাদেশ খেলাফত আন্দোলনের কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভোটাধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আবারো ফ্যাসিবাদ ফিরে আসবে।

বর্তমান পরিস্থিতিতে পুলিশের ওপর জনগনের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রয়োজনে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা যেতে পারে। যেমন করা হয়েছিল বিডিআর বিদ্রোহের পর বিডিআরের নাম ও পোশাক পরিবর্তন করে। তিনি আরও বলেন, প্রয়োজনে ‘পুলিশ’ শব্দটিও পরিবর্তন করা যেতে পারে। তার মতে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এসব ঘটত না।