দেড় ঘণ্টার চেষ্টায় শের-ই-বাংলা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বরিশাল প্রতিনিধি:
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার মেডিসিন ভবনে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এ ঘটনার কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।
বিভাগীয় কমিশনার মো. শওকত আলী হাসপাতাল পরিদর্শন শেষে জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যু ও হতাহতের খবর পাইনি। খোঁজ নেওয়া হচ্ছে, পরে এ বিষয়ে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সোয়া ৯টার দিকে মেডিসিন ভবনের পিছনে একটি বৈদ্যুতিক তারে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের স্টোর রুমে সংরক্ষণ করা তুলা, গজ কাপড় ও মার্কিন কাপড়ে। এ সময় পাঁচতলা বিশিষ্ট পুরো মেডিসিন ভবন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।
সাকিব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, হাসপাতালের পিছনে হঠাৎ ধোয়া দেখতে পাই। পরে গিয়ে দেখি সেখানে একটি বিদ্যুতের তারে আগুন লেগেছে। এরপর বালু দিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে আগুন স্টোর রুমে থাকা তুলায় ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
রোগীর একাধিক স্বজনরা জানান, আগুন লাগার পর সবাই নানা দিকে ছুটতে থাকে। এ সময় অনেকেই রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হয়। রোগীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করেন।
বরিশাল কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত এ ঘটনার কেউ আহত বা নিহত হয়নি। হাসপাতালের স্টোর রুমের আশেপাশে ৪টি রুমে ৪ জন রোগী ছিলেন। তাদের নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দ্রুত জানানে হবে।
বরিশাল শেবাচিম হাসপাতাকের সহকারী পরিচালক ডা. মো. রেজয়ানুল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মেডিসিন ইউনিটের ব্যবহার্য বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তবে দ্রুত সময়ের মধ্যে এই ইউনিটটি পুনরায় চালু করার কথা জানিয়েছেন তিনি।