
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবগঠিত নারায়ণপুর পৌরসভায় দেড় বছর ধরে জন্ম নিবন্ধন সনদ দেওয়া বন্ধ রয়েছে। দুই ডিজিটের জিও কোড না থাকায় এ সেবা বন্ধ হয়ে গেছে। ফলে নবজাতক থেকে শুরু করে স্কুলে ভর্তি কিংবা পাসপোর্টসহ বিভিন্ন কাজে প্রয়োজনীয় এ সনদ না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
নারায়ণপুর পৌরসভার কার্যালয় সরেজমিনে দেখা যায়, জন্ম নিবন্ধনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অভিভাবকরা। কালিকাপুর গ্রামের জহিরুল হক ও সারপার গ্রামের বাবুল হোসেন জানান, স্কুলে ভর্তির জন্য তাদের সন্তানের জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। কিন্তু কবে নাগাদ তা পাবেন, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
হতাশা প্রকাশ করে তারা বলেন, ‘এ কেমন পৌরসভা? কোনো কাজই হয় না! অফিসে কেউ থাকে না, আর যারা আছে, তারাও কিছু বলতে পারে না। আমাদের বাচ্চাদের জন্ম নিবন্ধন সনদ লাগবেই, কিন্তু কবে পাবো জানি না।’
এছাড়াও ১৪ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রাম পুলিশের। পৌরসভার ৬ জন গ্রাম পুলিশ টানা ১৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা ও তাদের পরিবার।
গ্রাম পুলিশ সুকুমার বলেন, ‘আমিসহ ৬ জন গ্রাম পুলিশ ১৪ মাস ধরে বেতন পাচ্ছি না। আমরা এখন পৌরসভায় আছি, নাকি ইউনিয়নে, সেটাও জানি না।’
এ বিষয়ে, নারায়ণপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, ‘ওয়ার্ড বিভক্তির গ্যাজেট না থাকায় পরিসংখ্যান ব্যুরো থেকে দুই ডিজিটের জিও কোড দেওয়া হয়নি। আমরা আবেদন করেছি, কোড পেলে জন্ম নিবন্ধন কার্যক্রম চালু হবে।’
তিনি আরও জানান, লোকবল সংকট থাকায় তিনি একাই পৌরসভার সব কাজ পরিচালনা করছেন। তবে নাগরিক সেবা যেন বন্ধ না হয়, সে জন্য অফলাইনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।