দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে ওঠে এসেছে। দেশে রিজার্ভের কোনও সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনও বিষয় না।’

বিএনপির আন্দোলনের বিষয়ে এম এ মান্নান বলেন, ‘নাশকতার কোনও কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উসকানিমূলক কথা বলছে কারা নাশকতার কথা বলছে মানুষ জানে। এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ, বিশ্ব ব্যাংকের সব শেষ প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।’

সুনামগঞ্জে নির্বচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় যোগদানের আগে রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনও সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে যানবাহন চলাচল করছে কোথাও কোনও কাজ আটকে নেই।’