দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

দেশের উত্তর-পূর্বাঞ্চলে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। তবে কুড়িগ্রাম ও আশেপাশের এলাকায় এর তীব্রতা অনুভূত হয়েছে অন্য জেলাগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি। যদিও কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম।

 

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কদ্দুস জানান, আসামে পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৮৮ কিলোমিটার উত্তরে।

 

তিনি বলেন, আসামে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার।

 

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, শ‌নিবার সন্ধ্যা ৬ টা ৪৮ মিনি‌টে আনুমা‌নিক ৩ সে‌কেন্ড স্থায়ী এ ভূ-কম্পন জেলা সদর ও আশেপাশের এলাকায় অনুভূত হয়। ভূ‌মিক‌ম্পে আত‌ঙ্কে লোকজন ঘ‌রের বাইরে বে‌রি‌য়ে এলেও তাৎক্ষ‌ণিকভা‌বে ক্ষয়ক্ষ‌তির কোনও খবর পাওয়া যায়‌নি।