নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ দেশের সব থানায় অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে, দেশের সর্বমোট ৬৩৯টি থানার সবগুলোর অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা এবং জেলার ৫২৯টি থানা রয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশে পুলিশের গুলিতে, সংঘর্ষ-সহিংসতায় ৫ আগস্ট পর্যন্ত ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া ৬ আগস্ট পর্যন্ত আরও ১০৩ জনসহ সারাদেশে মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এমন প্রেক্ষাপটে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। থানা, ট্রাফিক স্থাপনায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে।