দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ঢাকা মেডিকেলে টেষ্ট টিউবে জন্ম নিলো শিশু
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আমিনুল ইসলাম বাবু:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে টেস্ট টিউব বেবি (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) জন্ম নিলো। বিশেষজ্ঞ টিমের নেতৃত্বে ছিলেন ঢাকা মেডিকেলের গাইনী বিভাগের অধ্যাপক ডাক্তার ফাতেমা। তার তত্ত্বাবধানেই ঢাকা মেডিকেলের ইনফার্টিলিটি ইউনিটটি পরিচালিত হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মা বাবাসহ এই দুরূহ কাজটির সাথে জড়িত সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্টকে বলেন, সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সংশ্লিষ্টরা এই দুরূহ কাজটি করতে সক্ষম হয়েছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম মেধা প্রচেষ্টায় দুরূহ এ কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছ। টেস্ট টিউবের মাধ্যমে প্রায় দুই সাপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি। বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যখাতে এটি একটি বিরল ঘটনার জন্ম দিয়েছে।
তিনি আরো বলেন, বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সাবাইকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে।