দেশে একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু: আক্রান্ত ৯৭১ রোগী

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

সাজ্জাদ হোসেন:
সারাদেশে প্রাণঘাতী মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭১ জন ডেঙ্গুরোগী।

অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৯৫ জন ডেঙ্গুরোগী। আজ রোববার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৭১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২১৭ জন এবং ঢাকার বাইরের ৭৫৪ জন।


অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১ জন, বাকি ২ জন ঢাকার বাইরের।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ১৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ৭৯ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ১ হাজার ৮৮ জন।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪৫ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৫২ জন।


গত ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ লাখ ২ হাজার ৯৭৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৫ হাজার ১৪৬ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৯৭ হাজার ৮৩৮ জন।


২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।


প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছে।